দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানসিটির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2019 02:58 AM BdST Updated: 19 Sep 2019 03:49 AM BdST
প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল পেলো ম্যানচেস্টার সিটি। শাখতার দোনেৎস্কের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরুর করল পেপ গুয়ার্দিওলার দল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে ৩-০ ব্যবধানে জিতেছে সিটি। দলের জয়ে তিন গোলদাতা রিয়াদ মাহরেজ, ইলকাই গিনদোয়ান ও গাব্রিয়েল জেসুস।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় সিটি। জেসুসের বাড়ানো বলে গিনদোয়ানের শট পোস্টে লেগে ফেরার পর ফিরতি শটে জাল খুঁজে নেন মাহরেজ। আলজেরিয়ার এই ফরোয়ার্ড অফসাইডে ছিলেন কিনা ভিএআর দেখে পরখ করে নেন রেফারি।
বিরতির একটু আগে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। এবার মাহরেজেদের ছোট পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন জার্মানির মিডফিল্ডার গিনদোয়ান।

প্রতি-আক্রমণে থেকে ৭৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় সিটি। মাঝমাঠের একটু ওপর থেকে কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।
গত বছর নভেম্বরে দুই দলের শেষ দেখায় শাখতারের বিপক্ষে সিটির ৬-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন জেসুস।
গ্রুপের অন্য ম্যাচে একই রাতে নিজেদের মাঠে আতালান্তাকে ৪-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে দিনামো জাগরেভ।
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি