ঘরের মাঠে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পিএসজি। তাদের অপর গোলদাতা তমা মুনিয়ে।
২০১৭-১৮ মৌসুমে প্রতিযোগিতাটির হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে শেষ ষোলোয় পিএসজিকে দুই লেগেই হারিয়েছিল রিয়াল। এবার হলো তিক্ত অভিজ্ঞতা। দারুণ এক জয়ে মধুর প্রতিশোধ নিল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
নেইমারের নিষেধাজ্ঞা, কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানির চোট-আক্রমণভাগের মূল তিন জনকে ছাড়া মাঠে নামা পিএসজিকে প্রথমার্ধেই চালকের আসনে বসিয়ে দেওয়ার কৃতিত্ব দি মারিয়ার।
শুরুর পাঁচ মিনিটে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজি আচমকাই খেই হারিয়ে ফেলে। এই সুযোগে তাদের উপর চাপ বাড়ায় রিয়াল।
এরই মাঝে ম্যাচের চতুর্দশ মিনিটে বাঁ দিক দিয়ে ওঠা গোছানো আক্রমণে গোল আদায় করে নেয় ফরাসি ক্লাবটি। হুয়ান বের্নাতের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে বল লক্ষ্যে পাঠান অরক্ষিত দি মারিয়া।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলের পর আনহেল দি মারিয়ার উচ্ছ্বাস। ম্যাচটি ৩-০ গোলে জিতে পিএসজি। ছবি: রয়টার্স
দুই গোলে পিছিয়ে পড়ে যেন তেতে ওঠে রিয়াল। পরের মিনিটেই দুর্দান্ত এক ভলিতে জালে বল পাঠান গ্যারেথ বেল; তবে ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি। শট নেওয়ার আগ মুহূর্তে তার হাতে বল লেগেছিল। বিরতির আগে আরও দুটি ভালো সুযোগ পেয়েছিলেন ওয়েলস ফরোয়ার্ড। কিন্তু পারেননি ব্যবধান কমাতে।
৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিতে পারতো পিএসজি। দি মারিয়ার পাস পেয়ে পাবলো সারাবিয়ার প্রথম ছোঁয়ায় নেওয়া শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
এই গ্রুপের আরেক ম্যাচে বেলজিয়ামের দল ক্লাব ব্রুজের মাঠে গোলশূন্য ড্র করেছে তুরস্কের গালাতাসারাই।
‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠে ২-২ ড্র করে ফিরেছে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার। আরেক ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে সার্বিয়ার দল রেড স্টার বেলগ্রেডকে।
‘সি’ গ্রুপে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গতবারের সেমি-ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার দল দিনামো জাগরেবের মাঠে ৪-০ গোলে হেরেছে ইতালির ক্লাব আতালান্তা।
‘ডি’ গ্রুপে স্পেনের আতলেতিকো মাদ্রিদের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করেছে ফিরেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুস। আরেক ম্যাচে জার্মানির বায়ার লেভারকুজেনের মাঠে ২-১ গোলে জিতেছে রাশিয়ার লোকোমোতিভ মস্কো।