ভয় আর শুরুর গোলকে দুষছেন কোচ

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে জাপানের কাছে বিব্রতকর হারের পর বাংলাদেশ কোচ দায় দিলেন শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে ভয় আর শুরুতে বেশি গোল হজম করাকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 03:30 PM
Updated : 18 Sept 2019, 03:30 PM

থাইল্যান্ডের চোনবুরিতে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে জাপানের কাছে ৯-০ গোলে হারে বাংলাদেশ। এই হারে গতবারের মতো এবারও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দলের।

শুরুর ছয় মিনিটে দুই গোল হজম করা বাংলাদেশ বিরতিতে যায় পাঁচ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে আরও চার গোল খেয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে। এত বড় ব্যবধানের হার মানতে পারছেন না রব্বানী।

“জাপান আমাদের চেয়ে নিঃসন্দেহে শক্তিশালী দল। এরপরও নয় গোলের হার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

“পরিকল্পনা ছিল বিশ মিনিটের মধ্যে গোল হজম করা যাবে না। ছোট দলগুলো বড় দলের বিপক্ষে শুরুতেই গোল খেলে চাপে পড়ে। কিন্তু আমরা ২০ মিনিটের মধ্যে তিন গোল হজম করেছি।”

“খেলোয়াড়রা জাপান নিয়ে খানিকটা শঙ্কিত ছিল। কেননা, তারা ২০১৪ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন।”

এই প্রতিযোগিতায় এ নিয়ে জাপানের কাছে টানা দ্বিতীয়বার হারল বাংলাদেশ। গতবার হেরেছিল ৩-০ গোলে।