হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে আলবা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার জর্দি আলবা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে জানিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 12:00 PM
Updated : 18 Sept 2019, 12:00 PM

স্প্যানিশ এই লেফট-ব্যাকের সেরে উঠতে কত দিন লাগবে তা অবশ্য জানানো হয়নি কাতালান ক্লাবটির বুধবার দেওয়া বিবৃতিতে।
 
মঙ্গলবার প্রতিযোগিতায় দুই দলের ‘এফ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচের ৪০তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আলবা। বদলি হিসেবে নামেন মূলত রাইট-ব্যাক হিসেবে খেলা সের্হি রবের্তো।
 
স্প্যানিশ পত্রিকা এএস দাবি করেছে, দুই সপ্তাহের জন্য বাইরে থাকবেন অভিজ্ঞ এই ফুটবলার। সেক্ষেত্রে লা লিগায় গ্রানাদা, ভিয়ারিয়াল ও গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

্যাম্পিয়ন্স লিগে আগামী ২ অক্টোবর হতে যাওয়া ইন্টার মিলানের বিপক্ষে লা লিগা চ্যাম্পিয়নদের পরের ম্যাচে ফেরার সম্ভাবনা আছে আলবার।

আলবার চোটে দলে সুযোগ পেতে পারেন এক কোটি ৮০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে এবারের গ্রীষ্মকালীন দল-বদলে রিয়াল বেতিস থেকে কাম্প নউয়ে আসা তরুণ স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়র ফিরপো।