পিএসজির বিপক্ষে মার্সেলোকেও পাচ্ছে না রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে আরও একটি ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোট পেয়ে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় যোগ হলো নতুন নাম, মার্সেলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 04:30 PM
Updated : 16 Sept 2019, 04:30 PM

অভিজ্ঞ ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার পিঠের সমস্যায় ভুগছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি। তার জায়গায় সুযোগ পেতে পারেন জুনে লিওঁ থেকে আসা ২৪ বছর বয়সী লেফট-ব্যাক ফেরলঁদ মঁদি।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় বুধবার বাংলাদেশ সময় রাত একটায় পিএসজির মাঠে খেলতে নামবে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

সম্প্রতি চোট কাটিয়ে দলে ফিরেছেন ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে এই গ্রীষ্মে চেলসি থেকে আসা বেলজিয়ামের ফরোয়ার্ড এদেন আজার। তারপরও দলটির চোট পাওয়া খেলোয়াড়দের তালিকাটা বেশ লম্বা।

গত বৃহস্পতিবার ঊরুতে চোট পাওয়ায় পিএসজির বিপক্ষে অনিশ্চিত হয়ে পড়েছেন ২০১৮ সালের বর্ষসেরা ফুটবলার মিডফিল্ডার লুকা মদ্রিচ। পায়ের পেশির চোটে ভুগছেন কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেস। চোট আছে রদ্রিগো, লুকা ইয়োভিচ, ইসকো ও তরুণ স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম দিয়াসেরও।

আর প্রাক-মৌসুম ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ৯ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন মার্কো আসেনসিও।