ম্যানচেস্টার ইউনাইটেডে ২০২৩ পর্যন্ত দে হেয়া

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন দাভিদ দে হেয়া। নতুন চুক্তি অনুযায়ী ইংলিশ ক্লাবটিতে ২০২৩ সাল পর্যন্ত খেলবেন স্প্যানিশ এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 03:11 PM
Updated : 16 Sept 2019, 03:11 PM

সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় ২০১১ সালের জুনে আতলেতিকা মাদ্রিদ থেকে এক কোটি ৮৯ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ৩৬৭ ম্যাচ খেলেছেন দে হেয়া। ক্লাবটির হয়ে জিতেছেন মোট সাতটি শিরোপা।

ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটিতে যোগ দেওয়ার পরের মৌসুমেই দলকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে অবদান রাখেন দে হেয়া। তিন বছর পর জিতেন এফএ কাপ। আর ২০১৬-১৭ মৌসুমে লিগ কাপ ও ইউরোপা লিগের স্বাদ পান তিনি।

নতুন চুক্তি করে ভীষণ খুশি ২৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, “অসাধারণ এই ক্লাবে আট বছর কাটানো দারুণ এক ব্যাপার। আর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা চালিয়ে যাওয়াটা দারুণ সম্মানের।”