হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শুরু মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2019 08:23 PM BdST Updated: 15 Sep 2019 08:33 PM BdST
-
ছবি: এএফসি
-
ছবি: এএফসি
শুরুর ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টার দেখা মিলল। কিন্তু মিলল না কাঙিক্ষত গোল। থাইল্যান্ডের কাছে হেরে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশের মেয়েরা।
থাইল্যান্ডের চোনবুরিতে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।
আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে শুরুতেই এগিয়ে যাওয়ার ভালো দুটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। তৃতীয় মিনিটে আনুচিং মোগিনির শট পোস্টের বাইরে দিয়ে যায়। পরের মিনিটে তহুরা খাতুনের শট পোস্টে লেগে ফিরে।

ছবি: এএফসি
প্রথমার্ধের শেষ দিকে বাঁ দিক দিয়ে বল পায়ে তহুরা ডি-বক্সে ঢুকে তালগোল পাকিয়ে শট নিতে ব্যর্থ হলে গোল মেলেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ এক ফ্রি কিকে রুপনার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে থাইল্যান্ডকে এগিয়ে নেন প্রোমথংমে। বাঁ দিকের ডি-বক্সের কিছুটা বাইরে আনাই মোগিনি ফাউল করলে ফ্রি কিকটি পেয়েছিল স্বাগতিকরা।
৮০তম মিনিটে বাংথংয়ের শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি গোলরক্ষক রুপনা। দুই মিনিট পর তহুরাকে তুলে নিয়ে সাজেদা খাতুনকে নামান কোচ।
একটু পর চমপায়েংয়ের পেনাল্টি শট পোস্ট ছুঁয়ে বেরিয়ে গেলে ম্যাচে ফেরার আশা বেঁচে থাকে বাংলাদেশের। ডি-বক্সে থাইল্যান্ডের এই ফরোয়ার্ডকে ফাউল করেছিলেন আঁখি খাতুন।
শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণের ভুলে বল পাওয়ার পর মনিকা চাকমার কাছের পোস্টে নেওয়া শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে বাংলাদেশের আর ম্যাচে ফেরা হয়নি।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি