জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড

লেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে প্রতিযোগিতাটির সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 04:02 PM
Updated : 14 Sept 2019, 09:10 PM

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। পাঁচ ম্যাচে এ নিয়ে দ্বিতীয় জয় পেলো উলে গুনার সুলশারের দল।

চেলসিকে হারিয়ে লিগ শুরুর পরের তিন ম্যাচের মধ্যে উলভারহ্যাম্পটন ও সাউথ্যাম্পটনের সঙ্গে ড্র করেছিল ইউনাইটেড। হেরেছিল ক্রিস্টাল প্যালেসের কাছে।

প্রথম আক্রমণেই এগিয়ে যেতে পারতো ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন লেস্টার। জেমস ম্যাডিসনের বুলেট গতির শট শেষ মুহূর্তে পা দিয়ে ফেরান গোলরক্ষক দাভিদ দে হেয়া।

অষ্টম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের স্পট কিকে এগিয়ে যায় ইউনাইটেড। ইংলিশ এই ফরোয়ার্ড ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৫১তম মিনিটে হুয়ান মাতার শট গোলরক্ষক কাসপের স্মাইকেল পাঞ্চ করে ফেরালে ব্যবধান দ্বিগুণ হয়নি। ছয় মিনিট পর হ্যারি মাগুইয়ারের হেড লক্ষ্যভ্রষ্ট হলে স্বাগতিকদের হতাশা বাড়ে। শেষ পর্যন্ত শুরুর গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

শনিবারের অন্য ম্যাচে অ্যানফিল্ডে সাদিও মানের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারানো লিভারপুল পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

টমি আব্রাহামের হ্যাটট্রিকে উলভারহ্যাম্পটনের মাঠ থেকে ৫-২ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি। নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ গোলে জিতে টটেনহ্যাম্প হটস্পার।

৮ করে পয়েন্ট চার দলের। গোল পার্থক্যে টটেনহ্যাম তৃতীয়, ম্যানচেস্টার ইউনাইটেড চতুর্থ, লেস্টার পঞ্চম ও চেলসি ষষ্ঠ স্থানে আছে।