হকির জুনিয়র এএইচএফ কাপে উজবেকিস্তানের কাছে মেয়েদের হার

জুনিয়র এএইচএফ কাপ হকিতে উজবেকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 11:16 AM
Updated : 14 Sept 2019, 11:16 AM

নিজেদের চতুর্থ ম্যাচে শনিবার উজবেকিস্তানের কাছে ৬-০ গোলে হারে মেয়েরা। এ নিয়ে তিন ম্যাচে হারল বাংলাদেশ।

প্রতিযোগিতার স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হারা মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল। তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে হেরেছিল ১-০ গোলে।

শুরুর দুই কোয়ার্টারে দুটি করে গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। পরের দুই কোয়ার্টারে আরও একটি করে গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে দল।

চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। উজবেকিস্তানের কাছে হারে ২০২০ সালের জুনিয়র এশিয়া কাপে খেলার আশা শেষ হয়ে গেলো তাদের। এ আসরের সেরা দুই দল পাবে ২০২০ সালের জুনিয়র এশিয়া কাপে খেলার টিকেট।

নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে রোববার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।