মেসি-রোনালদোর পর্যায়ে যেতে সক্ষম স্টার্লিং: গুয়ার্দিওলা

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে যাওয়ার সামর্থ্য ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রাহিম স্টার্লিংয়ের আছে বলে মনে করেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 10:09 AM
Updated : 14 Sept 2019, 10:09 AM

গত সপ্তাহে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বুলগেরিয়া ও কসোভোর বিপক্ষে গোল করা স্টার্লিং সময়ের সেরা দুই ফুটবলার মেসি ও রোনালদোর মানে পৌঁছানোর যোগ্যতা রাখেন বলে মন্তব্য করেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট।

সমান পাঁচবার করে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা মেসি ও রোনালদোর সঙ্গে কারো তুলনা করা যায় না বলে মনে করেন গুয়ার্দিওলা। তবে স্টার্লিংয়ের ওই পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য স্থির করা উচিত বলে মনে করেন স্প্যানিশ এই কোচ।

“এটা তার জন্য স্বপ্নের মতো হবে, আমাদের সবার জন্যেও। যদি রাহিম ওই পর্যায়ে পৌঁছানোয় লক্ষ্যস্থির করতে পারে।”

“কিন্তু এই মুহূর্তে বিশ্বের সব ক্লাব মিলে কোনো খেলোয়াড়কেই এই দুজনের সঙ্গে এবং গত দশ বছরে প্রতিটা সপ্তাহে তারা যা করেছে তার সঙ্গে তুলনা করা যায় না।”

“সত্যিই তারা কিংবদন্তি। আর কারো সঙ্গে তুলনা হয় না, কারো সঙ্গেই না।”

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে আটটি গোল করেছেন স্টার্লিং। দারুণ পারফরম্যান্সের জন্য চারদিক থেকে আসা প্রশংসার জোয়ারে স্টার্লিং ভেসে যাবেন না বলে বিশ্বাস গুয়ার্দিওলার।