নেইমারকে ফেরাতে বার্সা সর্বোচ্চ চেষ্টা করেছিল কিনা নিশ্চিত নন মেসি

পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমারকে কাম্প নউয়ে ফেরাতে বার্সেলোনা সর্বোচ্চ চেষ্টা করেছিল কিনা তা নিয়ে নিশ্চিত নন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 09:48 AM
Updated : 13 Sept 2019, 10:52 AM

২৭ বছর বয়সী নেইমার বার্সেলোনায় ফিরলে বিষয়টা দারুণ হতো বলে বিশ্বাস মেসির। তবে বার্সেলোনার বর্তমান দলটি নিয়ে খুশি পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

“নেইমার ফিরলে আমি খুশি হতাম। সত্যি বলতে আমি নিশ্চিত নই যে তাকে দলে আনতে বার্সা সর্বোচ্চটা করেছিল কিনা। কিন্তু আমি জানি যে পিএসজির সঙ্গে সমঝোতায় আসাটা শক্ত।”

“আমি হতাশ নই। আমাদের অসাধারণ একটা দল আছে যা সব প্রতিযোগিতাতেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এমনকি নেইমারকে ছাড়াই।”

গত মৌসুমের শেষ থেকে নেইমারের কাম্প নউয়ে ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে প্যারিসে পা রাখা এই ফুটবলার নিজেও ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সম্প্রতি শেষ হওয়া ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দল-বদলে বেশ কয়েক দফায় আলোচনার পরও পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি লা লিগা চ্যাম্পিয়নরা।

“নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে যে পর্যায়ের খেলোয়াড় আর তার স্পন্সরদের কারণে ক্লাবের জন্য এটা অনেক বড় একটা অর্জন হতো।”