চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ খরচের সীমা বার্সেলোনার

গত মৌসুমের মতো এবারও লা লিগায় সর্বোচ্চ খরচের অনুমতি পেয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ কোটি ইউরো বেশি ব্যয় করতে পারবে লা লিগার চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 03:25 PM
Updated : 11 Sept 2019, 03:25 PM

সোমবার স্পেনের শীর্ষ লিগে খেলা ২০টি দলের খরচের সীমা প্রকাশ করে লা লিগা কর্তৃপক্ষ। ৬৭ কোটি ১০ লাখ ইউরো খরচের সুযোগ পেয়েছে বার্সেলোনা, যা তাদের গত মৌসুমের চেয়ে ৩ কোটি ৮০ লাখ ইউরো বেশি।

৬৪ কোটি ১০ লাখ ইউরো খরচের সুযোগ পাওয়া রিয়াল আছে দ্বিতীয় স্থানে। অনেকটাই পিছিয়ে আছে তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ। তাদের খরচের সীমা ৩৮ কোটি ৪৫ লাখ ইউরো।

লা লিগার ২০টি দলের মিলিত খরচের সীমা ২৯৪ কোটি ইউরো। যা গত মৌসুমের চেয়ে ১১ শতাংশ বেশি।

ক্লাবগুলির সঠিক আর্থিক ব্যবস্থাপনা ও বেতন বাবদ সামগ্রিক খরচকে নিয়ন্ত্রণ করতে ২০১৩ সাল থেকে এই তালিকা প্রকাশ করে লা লিগা।

ক্লাবগুলির মূল দলের খেলোয়াড়, কোচ, রিজার্ভ খেলোয়াড়, যুব প্রকল্প এবং অ্যাফিলিয়েটেড ক্লাব ও একাডেমির জন্য খরচ করা যাবে এই অর্থ।