বয়সভিত্তিক সাঁতারে মোবারকের আরেকটি রেকর্ড

বয়সভিত্তিক সাঁতারে প্রথম দিনে ২টি রেকর্ড গড়া মোবারক হোসেন তৃতীয় দিনে গড়েছেন আরেকটি রেকর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 02:44 PM
Updated : 11 Sept 2019, 02:44 PM

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বুধবার বয়সভিত্তিক সাঁতারের ৩৩তম আসরের দ্বিতীয় দিনে মোট ১১টি রেকর্ড গড়েছেন সাঁতারুরা।

অনূর্ধ্ব-১২ বয়সী ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে আগের দিন রেকর্ড গড়া মোবারক ২০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েন। ২ মিনিট ২০ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১২ সালে জাহিদুল ইসলামের গড়া (২ মিনিট ২২ দশমিক ৩৪ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন বিকেএসপির এই সাঁতারু।

এই ইভেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশ আনসারের এনি খাতুন ২ মিনিট ৩৬ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে ২০০৯ সালে নাজমা খাতুনের গড়া (২ মিনিট ৩৬ দশমিক ৯৯ সেকেন্ড) রেকর্ড নিজের করে নিয়েছেন।

২০০ মিটার ব্যাকস্ট্রোকে ছেলেদের অনূর্ধ্ব-২০ বিভাগে ২ মিনিট ২৪ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন সামিউল ইসলাম। ২০১৭ সালে আগের রেকর্ডটি গড়েছিলেন আবু বকর (২ মিনিট ২৭ দশমিক ৩৭ সেকেন্ড)।

এই ইভেন্টের মেয়েদের বিভাগেও হয়েছে রেকর্ড। বিকেএসপির শ্রাবন্তী আক্তার ২ মিনিট ৫৬ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে ২০১৪ সালে মরিয়ম খাতুনের গড়া (৩ মিনিট ০ দশমিক ৯৬ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন।

ছেলেদের অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ২০১২ সালে আরিফুল ইসলামের (২ মিনিট ০৮ দশমিক ৮৬ সেকেন্ড) গড়া রেকর্ড ভেঙেছেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার রবিউল ইসলাম (২ মিনিট ০৭ দশমিক ২১ সেকেন্ড)।

১০ বছর বয়সীদের বালক বিভাগের ৫০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির শুভ্র মিয়া ৩১ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। ৫০ মিটার বাটারফ্লাইয়েও ৩২ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন তিনি।

মেয়েদের অনূর্ধ্ব-২০ বয়সীদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ২০১৭ সালে নিজের গড়া রেকর্ড ড থৈ প্রু মারমা ভেঙেছেন ১ মিনিট ০৮ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে।

মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৯ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে ছুম্মা খাতুন, অনূর্ধ্ব-১৭ বছর বয়সী ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রবিউল ১৮ মিনিট ০৪ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

অনূর্ধ্ব-১০ বছর বয়সী বালিকা বিভাগের ৫০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির অথৈ ৩৭ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন ২০১৫ সালে গড়া রুপা খাতুনের রেকর্ড (৩৯ দশমিক ০২ সেকেন্ড)।