ফিলিপিন্সের আর্চারিতে ফাইনালে রোমান

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের তারকা আর্চার রোমান সানা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 11:04 AM
Updated : 11 Sept 2019, 11:05 AM

ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার দাপুটে পারফরম্যান্স দিয়ে স্বর্ণ পদকের লড়াইয়ে ওঠেন র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৭১ স্কোর গড়ে দ্বিতীয় হওয়া রোমান।

কোয়ার্টার-ফাইনালে চাইনিজ তাইপের প্রতিযোগীকে ৭-১ সেট পয়েন্টে উড়িয়ে দেওয়ার পর রোমান ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের লি টাকে হারান ৬-৪ সেট পয়েন্টে।

গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জেতা রোমান আগামী শুক্রবার স্বর্ণ জয়ের লড়াইয়ে চীনের ঝেংকি শির মুখোমুখি হবেন।

এই ইভেন্টে বাংলাদেশের অন্য আর্চাররা আলো ছড়াতে পারেননি রোমানের মতো। হাকিম আহমেদ রুবেল ছিটকে যান দ্বিতীয় রাউন্ড থেকে। তামিমুল ইসলাম বিদায় নেন তৃতীয় রাউন্ড থেকে।

রিকার্ভ মেয়েদের এককে প্রথম রাউন্ড পেরুনোর পর বিউটি রায় দ্বিতীয় রাউন্ডে ৬-৪ সেট পয়েন্টে হেরে যান চীনের প্রতিযোগীর কাছে।