নিখুঁত ম্যাচ খেলার তৃপ্তি আর্জেন্টিনা কোচের

মেক্সিকোকে উড়িয়ে দেওয়া প্রীতি ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দাবি নিখুঁত খেলেছে তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 10:13 AM
Updated : 11 Sept 2019, 10:13 AM

টেক্সাসে বাংলাদেশ সময় বুধবার সকালে ৪-০ গোলে জিতে লিওনেল মেসি, সের্হিও আগুয়েরোকে ছাড়াই খেলা আর্জেন্টিনা। দলের জয়ে হ্যাটট্রিক উপহার দেন লাউতারো মার্তিনেস, অন্যটি লিয়ান্দ্রো পারেদেস।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মেক্সিকোর খেলার কৌশল বুঝে নিখুঁত খেলার কথা জানান স্কালোনি।

“আমরা জানতাম মেক্সিকো কিভাবে খেলবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত বেরিয়ে এসে সুযোগ তৈরি করেছিলাম। নিখুঁত একটা ম্যাচ খেলতে পেরে আমরা খুশি।”

“আমরা জানতাম মেক্সিকো শুরুর দিকে আধিপত্য করবে এবং সে কারণে আমরা প্রতিআক্রমণের জন্য প্রস্তুত ছিলাম।”

“জানতাম যদি আমরা দ্রুত বল ফিরে পাই, তাহলে এটা দ্রুত স্ট্রাইকারদের কাছে পৌঁছে দিতে হবে। শুধু রক্ষণ ভালো করলে ভালো হতো না। আমরা মেক্সিকোর অনেক বিশ্লেষণ করেছিলাম এবং মাঠে নিজেদের কাজটুকু করার জন্য যথেষ্ট অনুপ্রাণিত ছিলাম।”

একটা দল হয়ে বেড়ে ওঠার ‍তৃপ্তিও অনুভব করছেন স্কালোনি।

“আমরা একটা দল-এই অনুভূতি আমরা দিলাম এবং এটা গুরুত্বপূর্ণ। সবাই নিজের জন্য, সতীর্থদের জন্য এবং আর্জেন্টিনা দলে থাকার জন্য খেলেছে।”

“আমরা একটা লড়াকু আর্জেন্টিনা দল চাই, যেখানে প্রতিপক্ষরা আমাদের শ্রদ্ধা করবে।”