বয়সভিত্তিক সাঁতারে মোবারকের ২ রেকর্ড

বয়সভিত্তিক সাঁতারে প্রথম দিনে ২টি রেকর্ড গড়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাঁতারু মোবারক হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 05:24 PM
Updated : 10 Sept 2019, 05:24 PM

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার শুরু হয় বয়সভিত্তিক সাঁতারের ৩৩তম আসর। প্রথম দিনে রেকর্ড হয়েছে মোট ৮টি।

অনূর্ধ্ব-১২ বয়সী ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ০৩ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন মোবারক। আগের রেকর্ডটি ২০১২ সালে বিকেএসপির হয়ে গড়েছিলেন জাহিদুল ইসলাম (১ মিনিট ০৪ দশমিক ৪২ সেকেন্ড)।

১০০ মিটার বাটারফ্লাইয়েও রেকর্ড গড়েন মোবারক। ১ মিনিট ০৫ দশমিক ৫১ সেকেন্ড সময় নিয়ে তিনি ভেঙেছেন ২০১২ সালে জাহিদুল ইসলামের গড়া রেকর্ড (১ মিনিট ০৬ দশমিক ৬৬ সেকেন্ড)।

মেয়েদের অনূর্ধ্ব-২০ বয়সীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিকেএসপির খাদিজা আক্তার ১ মিনিট ২৩ দশমিক ৭১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন। ভেঙেছেন ২০০৮ সালে মাহফুজা খাতুনের গড়া ১ মিনিট ২৩ দশমিক ৯৮ সেকেন্ডের আগের রেকর্ড।

অনূর্ধ্ব-১৭ বছর বয়সী ছেলেদের ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতে পাবনা জেলা ক্রীড়া সংস্থার রবিউল ইসলাম ২ মিনিট ২২ দশমিক ৬৮ সেকেন্ড সময় নিয়ে ২০১০ সালে বাংলাদেশ আনসারের হয়ে জুয়েল আহমেদের গড়া  রেকর্ড (২ মিনিট ২৩ দশমিক ০২ সেকেন্ড) ভেঙেছেন।

১০ বছর বালক বিভাগের ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে বিকেএসপির ইস্তিয়াক আহম্মেদ ২ মিনিট ৫৭ দশমিক ৩২ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটি ফয়সাল ২০০৭ সালে গড়েছিলেন (২ মিনিট ৫৯ দশমিক ০২ সেকেন্ড)।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে মেয়েদের অনূর্ধ্ব-২০ বিভাগে ২০১১ সালে ববিতা খাতুনের গড়া (১ মিনিট ২২ দশমিক ১৫ সেকেন্ড) রেকর্ড নিজের করে নিয়েছেন ড থৈ প্রু মারমা। বিকেএসপির এই সাঁতারু সময় নিয়েছেন ১ মিনিট ২০ দশমিক ৫১ সেকেন্ড।

ছেলেদের অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ০৪ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন আমিরুল ইসলাম জয়। বিকেএসপির এই সাঁতারু ভেঙেছেন ২০১০ সালে জুয়েল আহমেদের (১ মিনিট ০৫ দশমিক ৩৪ সেকেন্ড) গড়া রেকর্ড।

এই ইভেন্টে মেয়েদের বিভাগে ২০১৫ সালে সুরাইয়া আক্তারের (১ মিনিট ১৮ দশমিক ৩১ সেকেন্ড) গড়া রেকর্ড নিজের করে নিয়েছেন রুপা খাতুন। বিকেএসপির এই সাঁতারু সময় নিয়েছেন ১ মিনিট ১৫ দশমিক ৭১ সেকেন্ড।