আর্জেন্টাইন ক্লাবের কোচ হলেন মারাদোনা

আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার দায়িত্ব নিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। ২০১০ সালে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর এই প্রথম নিজ দেশে কোচিং করাবেন বিশ্বকাপ জয়ী তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 10:52 AM
Updated : 6 Sept 2019, 10:52 AM

১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া মারাদোনা এই মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির কোচের দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে আর্জেন্টিনার শীর্ষ লিগে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে হিমনাসিয়া।

এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, “বিশ্ব ফুটবলের তারকা দিয়েগো মারাদোনা চুক্তিতে সই করেছেন এবং তিনি হিমনাসিয়ার নতুন কোচ।”

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের সঙ্গে যৌথভাবে ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মারাদোনা নতুন দায়িত্বে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। কারণ নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে তার নতুন দল হিমনাসিয়া।

এর আগে মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়াকে ৯ মাস কোচিং করিয়ে তাদের শীর্ষ লিগে তুলে আনতে ব্যর্থ হন মারাদোনা। পরে কাঁধে ও হাঁটুতে অস্ত্রোপচার করানোর জন্য গত জুনে ওই দলের দায়িত্ব ছাড়েন ৫৮ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

হিমনাসিয়ার দায়িত্ব নেওয়ার পর ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করেন মারাদোনা।

“শেষ পর্যন্ত এটা আনুষ্ঠানিক হলো। হিমনাসিয়ার নতুন কোচ হয়ে আমি খুব খুশি।”