রেকর্ড ছোঁয়ার খুব কাছে সেরেনা

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার লক্ষ্যে আরেকধাপ এগিয়েছেন সেরেনা উইলিয়ামস। পৌঁছে গেছেন ইউএস ওপেনের ফাইনালে। শনিবারের শিরোপা লড়াইয়ে জিতলেই হবে স্বপ্ন পূরণ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 07:43 AM
Updated : 6 Sept 2019, 07:43 AM

শেষ চারের ম্যাচে বৃহস্পতিবার ইউক্রেনের এলিনা সিভিতোলিনাকে ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দেন ৩৭ বছর বয়সী তারকা। অষ্টম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা সেরেনা ২০১৭ সালে সন্তান জন্ম দেওয়ার পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে এগিয়ে চলেছেন।

বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামে ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা ফাইনালে মুখোমুখি হবেন কানাডার টিনএজার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোর। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা ১৯ বছর বয়সী আন্দ্রেয়েস্কো সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে ৭-৬, ৭-৫ গেমে হারিয়েছেন।

ক্যারিয়ারে এই নিয়ে মাত্র চতুর্থ গ্র্যান্ড স্ল্যামে খেলা আন্দ্রেয়েস্কো অভিজ্ঞতার বিচারে যুক্তরাষ্ট্রের সেরেনার চেয়ে যোজন যোজন পিছিয়ে। ১৯৯৯ সালের ইউএস ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা আর এর ৯ মাস পর জন্ম হয়েছিল আন্দ্রেয়েস্কোর।