সমতায় শেষ আর্জেন্টিনা-চিলি লড়াই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2019 10:32 AM BdST Updated: 06 Sep 2019 01:29 PM BdST
নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে লিওনেল মেসি। সের্হিও আগুয়েরোকেও রাখেননি কোচ। আক্রমণভাগের মূল তারকাদের ছাড়া চেনা রূপে দেখা গেল না আর্জেন্টিনাকে। নিজেদের মেলে ধরতে পারেনি চিলিও। সমতায় শেষ হয়েছে দুই দলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি।
লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
কোপা আমেরিকায় ব্যর্থ মিশন শেষে এই ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করল দল দুটি। জুলাইয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবশেষ মুখোমুখি দেখায় চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের শুরুটা হতে পারতো দারুণ। তবে ত্রয়োদশ মিনিটে পাওলো দিবালার দূরপাল্লার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ জুড়ে এরকম বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি দলটি। বিরতির ঠিক আগে জিওভানি লো সেলসোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভলিও পোস্ট ঘেঁষে চলে যায়।
৬০তম মিনিটে ম্যাচে প্রথম ও সেরা সুযোগটি পায় চিলি। তবে ডি-বক্সের মধ্যে থেকে মিডফিল্ডার সেসার পিনারেসের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে।
বাকি সময়ে কেউই আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে স্কোরলাইনেও আসেনি কোনো পরিবর্তন।
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল আটটায় পরের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
টিভিতে আজ
-
গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দারুণ জয়
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন