ইউরোপা লিগের ফাইনালে হারার পর রোমা কোচ অকপটে জানিয়ে দিলেন, রানার্স আপ পদকের প্রতি কোনো টান নেই তার।
‘জে’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার আর্মেনিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরে ইতালি। পাঁচ ম্যাচে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রবের্তো মানচিনির দল।
ম্যাচের একাদশ মিনিটে কারাপেতিয়ানের নিচু শটে এগিয়ে যায় আর্মেনিয়া। ২৮তম মিনিটে কাছ থেকে সমতা ফেরান আন্দ্রেয়া বেলোত্তি।
প্রথমার্ধের যোগ করা সময়ে কারাপেতিয়ান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে আর্মেনিয়ার শক্তি কমে। এরপরই গোলমুখ থেকে ঠিকঠাক শট নিতে না পেরে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন বেলোত্তি।
৭৭তম মিনিটে সতীর্থের ক্রসে মাথা ছুঁইয়ে ইতালিকে এগিয়ে নেন লরেন্সো পেল্লেগ্রিনি। একটু পর ব্যবধান আরও বাড়ান বেলোত্তি।
আগামী নভেম্বর ফিরতি লেগে নিজেদের মাঠে আর্মেনিয়ার মুখোমুখি হবে ইতালি।