আর্মেনিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয় ইতালির

এক গোল হজমের পর তিন গোল দিয়ে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে ইতালি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 06:16 PM
Updated : 5 Sept 2019, 08:49 PM

‘জে’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার আর্মেনিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরে ইতালি। পাঁচ ম্যাচে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রবের্তো মানচিনির দল।

ম্যাচের একাদশ মিনিটে কারাপেতিয়ানের নিচু শটে এগিয়ে যায় আর্মেনিয়া। ২৮তম মিনিটে কাছ থেকে সমতা ফেরান আন্দ্রেয়া বেলোত্তি।

প্রথমার্ধের শেষ দিকে বেলোত্তি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। একটু পর ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের একটি প্রচেষ্টা দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি ১৯৬৮ সালে প্রথম ও শেষবারের মতো ইউরোপ সেরার ট্রফি জেতা ইতালির।

প্রথমার্ধের যোগ করা সময়ে কারাপেতিয়ান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে আর্মেনিয়ার শক্তি কমে। এরপরই গোলমুখ থেকে ঠিকঠাক শট নিতে না পেরে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন বেলোত্তি।

৭৭তম মিনিটে সতীর্থের ক্রসে মাথা ছুঁইয়ে ইতালিকে এগিয়ে নেন লরেন্সো পেল্লেগ্রিনি। একটু পর ব্যবধান আরও বাড়ান বেলোত্তি।

আগামী নভেম্বর ফিরতি লেগে নিজেদের মাঠে আর্মেনিয়ার মুখোমুখি হবে ইতালি।