বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার আধিপত্য

ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় আধিপত্য লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার। ৫৫ জনের এই তালিকায় স্প্যানিশ ক্লাবটির সর্বোচ্চ ১০ জন জায়গা পেয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 03:00 PM
Updated : 5 Sept 2019, 07:46 PM

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও বিশ্বজুড়ে ফুটবলারদের সংস্থা (ফিফপ্রো) ২০১৯ সালের বর্ষসেরা একাদশের জন্য বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে।

স্পেনের আরেক ক্লাব রেকর্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ৯ জন খেলোয়াড় আছেন তালিকায়। আর গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুলের আছেন ৭ জন।

গত ১০ বছরের মধ্যে এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ২১ জন খেলোয়াড় আছেন তালিকায়। দ্বিতীয় সর্বোচ্চ লা লিগা থেকে আছে ২০ জন।

আর দেশ হিসেবে সবচেয়ে বেশি খেলোয়াড় আছে ব্রাজিলের, ১০ জন।

১৬ জুলাই ২০১৮ থেকে ১৯ জুলাই ২০১৯ পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিবেচনায় বিশ্ব জুড়ে ২৩ হাজারের বেশি পেশাদার ফুটবলারের ভোটে বর্ষসেরা একাদশ গড়া হবে।

আগামী ২৩ সেপ্টেম্বর মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে একাদশ ঘোষণা করা হবে। একজন গোলরক্ষক, চার জন ডিফেন্ডার এবং তিন জন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ড নিয়ে সেরা একাদশ গড়া হবে।

৫৫ জনের তালিকা:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা)।

ডিফেন্ডার: জর্দি আলবা (বার্সেলোনা), ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), দানি আলভেস (পিএসজি/সাও পাওলো), জোয়াও কানসেলো (ইউভেন্তুস/ম্যানচেস্টার সিটি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দিয়েগো গদিন (আতলেতিকো মাদ্রিদ/ইন্টার মিলান), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), কালিদু কলিবালি (নাপোলি), আইমেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), মাটাইস ডি লিখট (আয়াক্স/ইউভেন্তুস), জেরার্দ পিকে (বার্সেলোনা), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), অ্যান্ড্রু রবার্টসন (লিভারপুল), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), চিয়াগো সিলভা (পিএসজি), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: সের্হিও বুসকেতস (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), ক্রিস্তিয়ান এরিকসেন (টটেনহ্যাম হটস্পার), ফ্রেংকি ডি ইয়ং (আয়াক্স/বার্সেলোনা), এদেন আজার (চেলসি/রিয়াল মাদ্রিদ), এনগোলা কঁতে (চেলসি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), আর্থার মেলো (বার্সেলোনা), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), ইভান রাকিতিচ (বার্সেলোনা), বের্নার্দ সিলভা (ম্যানচেস্টার সিটি), দুসান তাদিচ (আয়াক্স), আর্তুরো ভিদাল (বার্সেলোনা)

ফরোয়ার্ড: সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), রবের্তো ফিরমিনো (লিভারপুল), অঁতোয়ান গ্রিজমান (বার্সেলোনা), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), সাদিও মানে (লিভারপুল), কিলিয়ান এমবাপে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), ক্রিস্তিয়ানো রোনালদো (ইউভেন্তুস), মোহামেদ সালাহ (লিভারপুল), সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), লুইস সুয়ারেস (বার্সেলোনা)।