৬ মাস মাঠের বাইরে ইউভেন্তুসের কিয়েল্লিনি

হাঁটুর চোটে প্রায় ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইউভেন্তুস অধিনায়ক জর্জো কিয়েল্লিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 01:44 PM
Updated : 4 Sept 2019, 01:44 PM

গত শুক্রবার অনুশীলনের সময়ে ডান পায়ের হাঁটুতে চোট পান এই সেন্টার-ব্যাক। ৩৫ বছর বয়সী কিয়েল্লিনির পায়ে এরই মধ্যে অস্ত্রোপচার করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে।

তার পরিবর্তে নাপোলির বিপক্ষে লিগ ম্যাচে একাদশে জায়গা পান এ বছরের দল-বদলে ক্লাবে আসা মাটাইস ডি লিখট।

চলতি মৌসুমে সেরি আয় নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছে প্রতিযোগিতায় টানা নবম শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা ইউভেন্তুস। তবে অভিজ্ঞ কিয়েল্লিনিকে ছাড়াই এখন অনেকটা পথ এগোতে হবে তাদের।

ধারণা করা হচ্ছে আগামী বছরের মার্চে মাঠে ফিরতে পারেন ইতালির এই ফুটবলার।