অঘটনের শিকার হয়ে ফেদেরারের বিদায়

ইউএস ওপেনে বেশ ছন্দে এগিয়ে যাচ্ছিলেন রজার ফেদেরার। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে হলো ছন্দপতন। অবাছাই গ্রিগর দিমিত্রভের কাছে হেরে বিদায় নিলেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 09:14 AM
Updated : 4 Sept 2019, 12:26 PM

বুলগেরিয়ার দিমিত্রভের বিপক্ষে আগের সাতবারের দেখায় প্রতিটিতেই জিতেছিলেন ফেদেরার। মঙ্গলবারের শেষ আটের ম্যাচেও দুবার এগিয়ে গিয়েছিলেন সুইস তারকা; কিন্তু শেষটা হলো বড় হতাশায়। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-২ গেমে জিতে শেষ চারের টিকেট নিশ্চিত করেন দিমিত্রভ।

ম্যাচের শেষ দিকে কিছুটা পিঠের সমস্যায় ভুগছিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। প্রাথমিক চিকিৎসাও নিতে হয়। তবে সেটাকে কোনো অজুহাত হিসেবে দেখাতে চান না তিনি।

“সবসময়ই আমি এটা অনুভব করছিলাম, তবে আমি খেলতে সক্ষম ছিলাম। ”

গত বছর এই প্রতিযোগিতার শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মিলম্যানের কাছে হেরেছিলেন ফেদেরার। আর এবার টানা দ্বিতীয় আসরে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৫০এর বাইরের খেলোয়াড়ের কাছে হারের তেতো অভিজ্ঞতা হলো ফেদেরারের। গত বছরের আগে যা কখনোই হয়নি।

“আমার খারাপ লাগছে। আমি হতাশ কারণ আমার মনে হচ্ছে যেন আমি ভালো খেলছিলাম। একটা সুযোগ হাতছাড়া হলো।”

এর আগে চোটের কাছে হার মেনে শেষ ষোলোর ম্যাচ চলাকালীন সরে দাঁড়ান সেরা বাছাই নোভাক জোকোভিচ। এবার ছিটকে গেলেন ফেদেরার। সময়ের সেরা তিন তারকার মধ্যে টিকে আছেন শুধু ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল। প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড বুধবার কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো জুবার্তসমানের মুখোমুখি হবেন।

২৮ বছর বয়সী দিমিত্রভ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন পঞ্চম বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভের। প্রথমবারের মতো এই প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠলেন দিমিত্রভ। আর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন ২৩ বছর বয়সী মেদভেদেভ।

দুজনের মধ্যে যেই জিতুক না কেন, আগামী রোববারের ফাইনালে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার অভিজ্ঞতা হবে।

মেয়েদের এককে চীনের ওয়াং কিয়াংকে ৬-১, ৬-০ গেমে উড়িয়ে সেমি-ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলা যুক্তরাষ্ট্রের এই তারকা শেষ চারে খেলবেন ইউক্রেনের এলিনা সিভিতোলিনার বিপক্ষে।