রিয়াল ছেড়ে পিএসজিতে নাভাস

রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী গোলরক্ষক কেইলর নাভাস সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 06:56 PM
Updated : 2 Sept 2019, 06:58 PM

চার বছরের চুক্তিতে কোস্টা রিকার এই গোলরক্ষক প্যারিসের ক্লাবটিতে যোগ দিয়েছেন। ৩২ বছর বয়সী এই খেলোয়াড়ের দল-বদলের বিষয়টি সোমবার উভয় ক্লাবই নিশ্চিত করেছে। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত পিএসজিতে খেলবেন নাভাস।

তার ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাভাসকে কিনতে দেড় কোটি ইউরো গুণতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।

২০১৪ সালে লেভান্তে থেকে রিয়ালে যোগ দিয়ে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেন নাভাস। মাদ্রিদের ক্লাবটির হয়ে মোট ১২টি শিরোপা জিতেন তিনি।

তবে গত মৌসুমে চেলসি থেকে থিবো কোর্তোয়া রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম একাদশে জায়গা হারান ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাভাস।

লিগ ওয়ানের চলতি আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

এদিকে, পিএসজি থেকে চলতি মৌসুমের জন্য ধারে রিয়ালে যোগ দিয়েছেন ফরাসি গোলরক্ষক আলফুঁস আরিওলা।

এবারের লা লিগায় এখন পর্যন্ত তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।