চোটে ইউএস ওপেন শেষ জোকোভিচের

কাঁধের চোটে ইউএস ওপেনের শেষ ষোলো থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন প্রতিযোগিতার পুরুষ এককের গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে জিতে আসরের শেষ আটে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 10:23 AM
Updated : 2 Sept 2019, 10:23 AM

নারী এককের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।

সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ভুগছিলেন পুরুষ এককের শীর্ষ বাছাই জোকোভিচ। প্রথম দুই সেটে হারের পর তৃতীয় সেটেও পিছিয়ে থাকা অবস্থায় (৬-৪, ৭-৫, ২-০) সরে দাঁড়ান ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বিয়ান।

বেলজিয়ামের দাভিদ গফিনকে চতুর্থ রাউন্ডে মাত্র ৭৮ মিনিটে ৬-২, ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। কোয়ার্টার-ফাইনালে ৩৮ বছর বয়সী সুইস তারকার প্রতিপক্ষ বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ।

শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার পেত্রা মারতিচকে ৬-৩, ৬-৪ গেমে হারান সেরেনা। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলা যুক্তরাষ্ট্রের এই তারকা শেষ আটে খেলবেন ওয়াং কিয়াংয়ের বিপক্ষে।