সমতায় শেষ আর্সেনাল-টটেনহ্যামের রোমাঞ্চকর লড়াই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2019 11:31 PM BdST Updated: 01 Sep 2019 11:52 PM BdST
ক্রিস্তিয়ান এরিকসেনের গোলে টটেনহ্যাম হটস্পার শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। তবে ছন্দ ধরে রাখতে পারেনি মাওরিসিও পচেত্তিনোর দল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় শেষ করেছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় বিকালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দুই গোলে পিছিয়ে পড়ার পর বিরতির আগে আলেকসঁদ লাকাজেতের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
দারুণ এক পাল্টা আক্রমণে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। সন হিয়ুং-মিনের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এরিক লামেলা। ঝাঁপিয়ে গোলরক্ষক বার্নড লেনো ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে আলগা বল প্রথম ছোয়ায় জালে পাঠান ডেনমার্কের মিডফিল্ডার এরিকসেন।
সাত মিনিট পর হিয়ুং-মিনের জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান জার্মান গোলরক্ষক লেনো। ৪০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার কেইন। ডি-বক্সে দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হিয়ুং-মিন ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় টটেনহ্যাম।
বিরতির ঠিক আগে লাকাজেতের নৈপুণ্যে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরে আর্সেনাল। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় টোকায় ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

৭১তম মিনিটে অবশেষে সমতাসূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। গেনদুজির ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রসে শুধু পা লাগিয়ে ঠিকানা খুঁজে নেন গ্যাবনের ফরোয়ার্ড আউবামেয়াং।
সমতায় ফিরে উজ্জীবিত আর্সেনাল একের পর এক আক্রমণ করতে থাকে। বেশ কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল তারা। তবে মেলেনি কাঙ্ক্ষিত গোল। ৮০তম মিনিটে গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলস জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু তাকে বল বাড়ানো সেয়াদ কোলাশিনাচ অফসাইডে থাকায় ড্রয়ে শেষ হয় জমজমাট লড়াইটি।
চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। টটেনহ্যামের পয়েন্ট ৫। অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিগ শুরু করা টটেনহ্যাম এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো। এক জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৫।

শনিবারের আরেক ম্যাচে সাউথ্যাম্পটনের মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া স্ট্যামফোর্ড ব্রিজে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ২-২ ড্র করে চেলসি।
ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির পয়েন্ট সমান ৫ করে।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন