শুরুর হোঁচটে দুর্ভাবনা নেই বার্সেলোনার

তিন ম্যাচে একটি করে হার, জয় ও ড্র। পয়েন্ট মাত্র ৪। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার এবারের শুরুটা ঠিক চ্যাম্পিয়নের মতো হয়নি। তবে এমন ঢিমেতালের শুরুর পরও ডিফেন্ডার জেরার্দ পিকের দাবি চিন্তিত নয় বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 06:54 AM
Updated : 1 Sept 2019, 08:32 AM

দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে উঠে আসা ওসাসুনার মাঠে শনিবার রাতে ২-২ ড্র করে বার্সেলোনা। রবের্তো তরেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আনসু ফাতি ও আর্থার মেলোর গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। তবে শেষ দিকে আবারও গোল হজম করে পয়েন্ট খুইয়ে ফিরে এরনেস্তো ভালভেরদের দল।

চলতি লিগে আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে লিগ শুরু করা বার্সেলোনা গত সপ্তাহে কাম্প নউয়ে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছিল।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় পিকে মনে করিয়ে দেন মৌসুমের সবে শুরু, বাকি আছে অনেক।

“আমরা চিন্তিত নই।”

“এটা প্রত্যাশিত শুরু নয় কিন্তু আমরা জানি এই মৌসুমটা খুবই লম্বা।”

“নয় পয়েন্টের সবটা পেলে আমরা খুশি হতাম। কিন্তু প্রত্যাশার চেয়েও বেশি সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা।”