ইউরোপা লিগে মৌসুমের সেরা খেলোয়াড় আজার

অলিভিয়ে জিরুদ ও লুকা ইয়োভিচকে পেছনে ফেলে ইউরোপা লিগের গত আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এদেন আজার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2019, 04:02 PM
Updated : 30 August 2019, 04:02 PM

শুক্রবার মোনাকোয় ইউরোপা লিগের ড্র অনুষ্ঠানে সেরা খেলোয়াড় হিসেবে আজারের নাম ঘোষণা করা হয়। বাকুতে প্রতিযোগিতার গত মৌসুমের ফাইনালে আর্সেনালকে ৪-১ ব্যবধানে হারানো ম্যাচে চেলসির হয়ে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে অবদান রাখেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

এ বছরের জুনে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ২৮ বছর বয়সী আজার। চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ২১টি গোল করার পাশাপাশি সতীর্থদের ১৭টি গোলে অবদান রাখেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেন ক্লাবের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার।

পেশির চোটে এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় পুরস্কার নিতে মোনাকোয় উপস্থিত ছিলেন না আজার। এক ভিডিও বার্তায় এই অর্জনের জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।