মেসি-রোনালদোকে পেছনে ফেলার গল্প শোনালেন ফন ডাইক

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা ফুটবলারের মুকুট জয়ের পর লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক জানালেন পথচলার প্রতিটি পদক্ষেপে করা পরিশ্রমের ফল পাওয়ার কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 06:53 PM
Updated : 29 August 2019, 07:37 PM

প্রথম ডিফেন্ডার হিসেবে পুরস্কারটি জয়ের অনন্য কীর্তি গড়ার পর ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক জানান ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়োকে দেখে বেড়ে ওঠার কথাও।

“আমি সরাসরি শীর্ষে উঠে যাইনি। আমাকে প্রতিটি পদক্ষেপে পরিশ্রম করতে হয়েছিল।” 

“বেড়ে ওঠার সময়ে আমি রোনালদিনিয়োর খেলা খুব দেখতাম। নিজের সব কৌশলগুলো সে তার খেলায় উপভোগ করত। তাকে খেলতে দেখাটা ছিল দারুণ অনুভূতির।”

লিভারপুলের গত চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ অবদান রাখা নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার ক্লাব সতীর্থদের ধন্যবাদ জানাতে ভোলেননি।

“সতীর্থদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। যেটা অর্জন করেছি, তাদের ছাড়া সেটা অর্জন করা হতো না। দীর্ঘ পথচলা এবং এটা আমার পথচলার অংশ। এ পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত। যারা আমাকে সাহায্য করেছে, এ সাফল্যের কৃতিত্ব তাদের সবার।”