কঠিন গ্রুপে বার্সা, রিয়ালের সঙ্গী পিএসজি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2019 10:58 PM BdST Updated: 30 Aug 2019 01:37 AM BdST
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের সঙ্গে একই গ্রুপে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপসঙ্গী ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
মোনাকোয় বৃহস্পতিবার রাতে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়।
গতবার লিভারপুলের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে বড় ব্যবধানে হেরে ছিটকে পড়া বার্সেলোনা এবার পড়েছে ‘এফ’ গ্রুপে। তাদের সঙ্গী জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির ইন্টার মিলান ও চেক রিপাবলিকের স্লাভিয়া প্রাহা। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টারের সঙ্গে গতবারও একই গ্রুপে পড়েছিল এরনেস্তো ভালভেরদের দল বার্সেলোনা।
গত আসরে দ্বিতীয় রাউন্ডে আয়াক্সের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল এবার আছে ‘এ’ গ্রুপে। ২০১৭-১৮ মৌসুমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে দ্বিতীয় রাউন্ডের দুই লেগেই পিএসজিকে হারিয়েছিল জিনেদিন জিদানের দল। তাদের গ্রুপের অন্য দুই দল তুরস্কের গালাতাসারাই ও বেলজিয়ামের ক্লাব ব্রুজ।
জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে আছে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার, গ্রিসের অলিম্পিয়াকোস ও সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও পড়েছে সহজ গ্রুপে। গতবার কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে নাটকীয় লড়াইয়ে অ্যাওয়ে গোলে পিছিয়ে পড়া সিটি আছে ‘সি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী ইউক্রেনের শাখতার দোনেৎস্ক, ক্রোয়েশিয়ার দিনামো জাগরেভ ও ইতালির দল আতালান্তা।
গতবার আয়াক্সের বিপক্ষে ঘরের মাঠে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া ইউভেন্তুস এবার পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপে তাদের সঙ্গী আতলেতিকো মাদ্রিদ, মাদ্রিদের এই দলকেই হারিয়েই গতবার শেষ আটে উঠেছিল তুরিনের ক্লাবটি। গ্রুপের অন্য দুই দল হলো জার্মানির বায়ার লেভারকুজেন ও রাশিয়ার লোকোমোতিভ মস্কো।
শিরোপাধারী লিভারপুলও পেয়েছে সহজ গ্রুপ। ‘ই’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়নদের সঙ্গী ইতালির নাপোলি, অষ্ট্রিয়ার দল সালসবুর্ক ও বেলজিয়ামের হেঙ্ক।
‘জি’ গ্রুপে আছে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ, পর্তুগালের বেনফিকা, ফ্রান্সের অলিম্পিক লিওঁ ও জার্মানির লাইপজিগ।
আর ‘এইচ’ গ্রুপে ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ গতবারের সেমি-ফাইনালিস্ট নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স, স্পেনের ভালেন্সিয়া ও ফরাসি ক্লাব লিল।
চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ:
গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গালাতাসারাই
গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড
গ্রুপ ‘সি’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেভ, আতালান্তা
গ্রুপ ‘ডি’: ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লোকোমোতিভ মস্কো
গ্রুপ ‘ই’: লিভারপুল, নাপোলি, সালসবুর্ক, হেঙ্ক
গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা
গ্রুপ ‘জি’: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, অলিম্পিক লিওঁ, লাইপজিগ
গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স, ভালেন্সিয়া, লিল
-
দুই ম্যাচের অবিশ্বাস্য স্কোরলাইন, ৯৫-০ ও ৯১-১!
-
লেভানদোভস্কির ব্যাপারে বায়ার্নের 'হ্যাঁ’ শোনার আশায় বার্সা
-
যে কারণে রোনালদোকে দলে টানবে না বায়ার্ন
-
শৈশবের প্রিয় ক্লাবে এসে ক্রিস্টেনসেনের স্বপ্ন পূরণ
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’