মানে-রোনালদোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফরোয়ার্ড মেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2019 10:50 PM BdST Updated: 30 Aug 2019 01:37 AM BdST
ক্রিস্তিয়ানো রোনালদো ও সাদিও মানেকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি।
বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে সেরা ফরোয়ার্ড হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। গত আসরে সর্বোচ্চ ১২ গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা।
সেরা মিডফিল্ডার হয়েছেন এই গ্রীষ্মে আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দেওয়া ফ্রেংকি ডি ইয়ং। পেছনে ফেলেন টটেনহ্যাম হটস্পারের ক্রিস্তিয়ান এরিকসেন ও লিভারপুলের জর্ডান হেন্ডারসনকে।
সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর ভার্জিল ফন ডাইক। ডাচ এই ফুল-ব্যাক পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও সম্প্রতি আয়াক্স থেকে ইউভেন্তুসে যোগ দেওয়া মাটাইস ডি লিখটকে।

চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে ২০১৬-১৭ মৌসুম থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য করা হয় তিন জনের সংক্ষিপ্ত তালিকা। চলতি মাসের শুরুতে ঘোষণা করা এবারের তালিকায় আধিপত্য ছিল লিভারপুলের খেলোয়াড়দের।
মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোতে গত ১ জুন আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিভারপুল।
২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকদের ভোটে করা হয় এই তালিকা। কোচদের নিজের দলের খেলোয়াড়দের ভোট দেওয়ার সুযোগ ছিল না।
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?