ক্রুইফের নামে বার্সার নতুন স্টেডিয়াম

কিংবদন্তি ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফের স্মরণে নতুন একটি স্টেডিয়াম তৈরি করেছে বার্সেলোনা। দলের অনুশীলন কেন্দ্রে তৈরি করা ছয় হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম’।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2019, 12:51 PM
Updated : 28 August 2019, 12:56 PM

মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রুইফের স্ত্রী ও দুই সন্তান। বার্সেলোনার চার অধিনায়ক লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জেরার্দ পিকে ও সের্হি রবের্তোও সে সময় উপস্থিত ছিলেন।

এছাড়া গত সোমবার কাম্প নউয়ের বাইরে ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় ও কোচ ক্রুইফের একটি ভাস্কর্য উন্মোচন করেছে বার্সেলোনা। ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক। 

ক্যান্সারে ভুগে ২০১৬ সালে মারা যাওয়া ক্রুইফ ১৯৭৩ সালে আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। সফল পাঁচটি মৌসুম কাটানোর পর ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আয়াক্সেরও কোচ ছিলেন ক্রুইফ। তার ফুটবলীয় দর্শন এখনও দল দুটিতে যথেষ্টই বিদ্যমান।