রিয়ালের চোটের তালিকায় নতুন নাম ইসকো

আরও লম্বা হলো রিয়াল মাদ্রিদের চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2019, 12:14 PM
Updated : 28 August 2019, 12:15 PM

ক্লাবের ওয়েবসাইটে বুধবার এক বিবৃতিতে ইসকোর চোট পাওয়ার তথ্য জানায় রিয়াল। সেরে উঠতে কত দিন লাগবে তা অবশ্য জানানো হয়নি।

এবারের লা লিগায় এখন পর্যন্ত হওয়া রিয়ালের প্রথম দুই ম্যাচেই খেলেছেন ইসকো। তবে রোববার বাংলাদেশ সময় রাত একটায় হতে যাওয়া লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে পারবেন না ২৭ বছর বয়সী এই ফুটবলার।

পায়ের পেশির চোটে এ ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেস।

প্রাক-মৌসুম ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ৯ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন মার্কো আসেনসিও। পেশির চোটে ভুগছেন এই গ্রীষ্মে দলে আসা দুই ফরোয়ার্ড এদেন আজার ও রদ্রিগো। একই ধরনের সমস্যা আছে স্ট্রাইকার মারিয়ানো দিয়াসেরও। ভিয়ারিয়ালের বিপক্ষে এদের কারোরই খেলার তেমন কোনো সম্ভাবনা নেই।