উত্তর কোরিয়ার মাঠে হেরে বিদায় আবাহনীর

নিজেদের মাঠে জিতলেও উত্তর কোরিয়ার মাঠে পেরে ওঠেনি আবাহনী লিমিটেড। প্রতিপক্ষের মাঠে হেরে এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমি-ফাইনালস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2019, 11:21 AM
Updated : 28 August 2019, 11:38 AM

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বুধবার দ্বিতীয় লেগে ২-০ গোলে হারে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম পর্বে ৪-৩ গোলে জিতেছিল আবাহনী। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় ইন্টার জোনাল প্লে-অফ ফাইনালে উঠল উত্তর কোরিয়ার দলটি।

প্রথমার্ধে দুই দলের লড়াই দারুণ জমেছিল। তবে কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে মামুন মিয়ার লাল কার্ড পাওয়ার ধাক্কা সামলে উঠতে পারেনি আবাহনী। দশ জনের দল নিয়ে দুই গোল হজম করে গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়া দলটি। দুটি গোলই করেন কিম সু-ইয়ং।

প্রথমবারের মতো এএফসি কাপের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছিল আবাহনী। ফিরতি লেগের হারে থামল সে রূপকথা।