ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে পুরুষ এককে প্রত্যাশিত জয় পেয়েছেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2019, 10:04 AM
Updated : 27 August 2019, 10:05 AM

নারী এককে মারিয়া শারাপোভাকে হারিয়েছেন সেরেনা উইলিয়ামস। হেরে গেছেন সাবেক ‘নাম্বার ওয়ান’ জার্মানির আঞ্জেলিক কেরবার।

ভারতের সামিত নাগালের বিপক্ষে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে ৪-৬, ৬-১, ৬-২, ৬-৪ গেমে ম্যাচ জিতেন ৩৮ বছর বয়সী ফেদেরার। পরের রাউন্ডে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা খেলবেন বসনিয়া-হার্জেগোভিনার দামির জুমহুরের বিপক্ষে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা জোকোভিচ প্রথম রাউন্ডে ৬-৪, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দেন স্পেনের রবের্তো বায়েনাকে। পরের রাউন্ডে ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বিয়ানের প্রতিপক্ষ আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও। 

মেয়েদের এককে মাত্র ৫৯ মিনিটের লড়াইয়ে শারাপোভাকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন সেরেনা। ২০১৬ সালে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন কেরবার প্রথম রাউন্ডে ক্রিস্টিনা ম্লাদেনোভিচের কাছে হেরে গেছেন ৭-৫, ০-৬, ৬-৪ গেমে।

নারী এককের দ্বিতীয় রাউন্ডে আরও উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি ও কারোলিনা প্লিসকোভা।