হকির প্রস্তুতি ম্যাচে আশা জাগিয়ে মেয়েদের হার

জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে খেলা ছয় প্রস্তুতি ম্যাচের সিরিজের পঞ্চমটিতে আশা জাগিয়ে হেরেছে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-২১ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 07:16 PM
Updated : 26 August 2019, 07:16 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি দলের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। আগের চার প্রস্তুতি ম্যাচেও হেরেছিল মেয়েরা।

ম্যাচের নবম মিনিটে জুরাইরা ফেরদৌস পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এর দুই মিনিট পরই সমতায় ফেরে সাই একাডেমি। ৪৩তম মিনিটের ফিল্ড গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

আগামী ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শুরু হবে জুনিয়র এএইচএফ কাপ। পুল ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে হংকং, উজবেকিস্তান ও স্বাগতিক সিঙ্গাপুর। এ আসরের সেরা দুই দল পাবে ২০২০ সালের জুনিয়র এশিয়া কাপে খেলার টিকেট।