টুইটের জন্য বেতিসের কাছে ক্ষমা চাইলো বার্সেলোনা

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে জয়ের পর প্রতিপক্ষের উদ্দেশে ‘বিদ্রুপাত্মক টুইট’ করায় ক্ষমা চেয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 07:06 PM
Updated : 26 August 2019, 07:10 PM

রোববার কাম্প নউয়ে ৫-২ গোলে ম্যাচ জেতার পর লা লিগা চ্যাম্পিয়নরা এক টুইট বার্তায় জুনিয়র ফিরপোর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে ‘জুনিয়র জানে’। 

চলতি মাসে বেতিস থেকে স্পেনের অনুর্ধ্ব-২১ দলের ডিফেন্ডার ফিরপোকে দলে টানে বার্সেলোনা।

পরে আরেক টুইটে নিজেদের আচরণে ক্ষমা চায় কাতালান ক্লাবটি।

“যে কোনো অপরাধের জন্য রিয়াল বেতিসের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছে বার্সেলোনা।”

“কোনো ধরনের অসম্মান জানানোর উদ্দেশ্য ছিল না, কিন্তু জুনিয়রের জন্য বিশেষ একটা রাতে এটা প্রকাশ করে আমরা ভুল করেছি।”

ম্যাচের ৮১তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়ার বদলি হিসেবে প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে মাঠে নামেন ফিরপো।

গত মৌসুমে বেতিসের হয়ে ২৯টি ম্যাচ খেলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী স্পেন অনূর্ধ্ব-২১ দলের সদস্য ছিলেন তিনি।