চোট পেয়ে মাঠের বাইরে কাভানি ও এমবাপে

একই দিনে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 03:23 PM
Updated : 26 August 2019, 03:25 PM

নিজেদের মাঠে রোববার রাতে লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে চোট পান কাভানি ও এমবাপে। প্রথমার্ধে পায়ে অস্বস্তি নিয়ে উরুগুয়ের স্ট্রাইকার কাভানি মাঠ ছাড়ার পর দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান গত মৌসুমে দলের সেরা গোলদাতা এমবাপে।

সোমবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এমবাপের বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটের বিষয়টি নিশ্চিত করে পিএসজি। জানায়, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ফরাসি এই ফরোয়ার্ডকে। আর ডান পায়ে চোট পাওয়া কাভানির তিন সপ্তাহের আগে ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই। 

৩২ বছর বয়সী কাভানি আগামী ১৭ বা ১৮ সেপ্টেম্বর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির প্রথম গ্রুপ ম্যাচের আগে সেরে উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নেইমারের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। এবার ছিটকে গেলেন আক্রমণভাগের এই দুই জনও। তাতে কোচ টমাস টুখেলের দুশ্চিন্তা আরও বাড়লো।

এই চোটের কারণে কোস্টা রিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে উরুগুয়ের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না কাভানি। অন্যদিকে, ফ্রান্সের হয়ে অ্যান্ডোরা ও আলবেনিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বের দুটি ম্যাচে খেলতে পারবেন না এমবাপে।