নেপালের বিপক্ষে আক্রমণাত্মক ছকেই বাংলাদেশ

নেপাল ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা বাংলাদেশের। অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক রাকিবুল ইসলাম জানালেন জাল অক্ষত রাখাও আরেকটি লক্ষ্য তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 01:54 PM
Updated : 26 August 2019, 01:55 PM

ভারতের কলকাতার কল্যাণী স্টেডিয়ামে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভুটানকে ৫-২ গোলে হারিয়ে এ প্রতিযোগিতার মুকুট ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছিল ৭-১ গোলে।

স্বাগতিক ভারতের কাছে প্রথম ম্যাচে ৫-০ গোলে উড়ে যাওয়া নেপাল দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

গতবার চ্যাম্পিয়ন হওয়ার পথে নেপালকে গ্রুপ পর্বে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারের ম্যাচ সামনে রেখে রাকিবুল জানালেন আরও ভালো ফল পাওয়ার লক্ষ্য।

“সামনের ম্যাচে আরও ভালো ফল পাওয়ার চেষ্টা করব। দেশের তুলনায় এখানে একটু গরম আছে। একটু সমস্যা হতে পারে। বেশি সমস্যা হবে না। কেননা, আমরা এরই মধ্যে দুটো ম্যাচ খেলেছি। এর মধ্যে একটায় (প্রথম ম্যাচে) রোদ ছিল। অবশ্য যদি রোদও থাকে, ইনশাল্লাহ আমরা ভালো খেলতে পারব।”

“নেপাল ম্যাচে অবশ্যই আক্রমণাত্মক খেলতে চাই। সেই সাথে ডিফেন্ডিংও করতে চাই। (আগের দুই ম্যাচে গোল খাওয়া নিয়ে) অবশ্যই আমরা টার্গেট করব যে, গোল খাব না।”

কিশোর এই মিডফিল্ডার প্রতিযোগিতা নিয়েও লক্ষ্যটা জানান।

“টুর্নামেন্ট নিয়ে লক্ষ্য-অবশ্যই আগেরবারের মুকুট ধরে রাখা।”