‘অনন্য’ আগুয়েরোর প্রশংসায় গুয়ার্দিওলা

সুযোগ কাজে লাগানোর ‘অনন্য’ দক্ষতাসম্পন্ন সের্হিও আগুয়েরোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 10:37 AM
Updated : 26 August 2019, 10:37 AM

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে রোববার আগুয়েরোর জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে সিটি। শিরোপাধারীদের দ্বিতীয় গোলটি করেন রাহিম স্টার্লিং।

নিজের দ্বিতীয় গোলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে চারশ গোলের মাইলফলক স্পর্শ করেন আগুয়েরো। ম্যাচ শেষে আর্জেন্টাইন স্ট্রাইকারের ভূয়সী প্রশংসা করেন কোচ।

“ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং আপনি জানেন যেকোনো কিছুই হতে পারতো। আর সের্হিও, বক্সে তার গোলের আভাস পাওয়ার সামর্থ্য অনন্য।”

“এই খেলোয়াড়কে অনেক অভিনন্দন…(আগুয়েরোর দ্বিতীয় গোলটা) খুব গুরুত্বপূর্ণ ছিল।”

এবারের লিগে টানা তিন ম্যাচে গোল করলেন আগুয়েরো। আসরে এখন পর্যন্ত তার গোলসংখ্যা চারটি।

একই দিনে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৪০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেন সিলভা। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলে দলের শেষ দুই গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে উপলক্ষ্যটা রাঙান স্প্যানিশ এই মিডফিল্ডার।

আগুয়েরোর প্রথম গোলে অবদান রেখে দারুণ এক কীর্তি গড়েছেন কেভিন ডি ব্রুইনে। প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ৫০ ‘অ্যাসিস্ট’ করেছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার। 

১২৩ ম্যাচ খেলে রেকর্ডটি গড়লেন ডি ব্রুইনে। আগের রেকর্ডটি ছিল আর্সেনালের মেসুত ওজিলের, ১৪১ ম্যাচে করেছিলেন তিনি।