তুলুজকে হারিয়ে জয়ের পথে পিএসজি

দলে আগে থেকেই ছিলেন না নেইমার। ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন এদিনসন কাভানি। দ্বিতীয়ার্ধে দুশ্চিন্তা বাড়িয়ে ছিটকে যান কিলিয়ান এমবাপে। এত সব সমস্যার মাঝেও দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরে তুলুজের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 08:55 PM
Updated : 25 August 2019, 09:46 PM

নিজেদের মাঠে রোববার রাতে লিগের তৃতীয় রাউন্ডে ৪-০ গোলে জিতে টমাস টুখেলের দল। জোড়া গোল করেন এরিক মাক্সিম চুপো-মোটিং। একবার জালের দেখা পান মার্কিনিয়োস, অন্যটি আত্মঘাতী।

নিমকে ৩-০ গোলে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করা পিএসজি গত রোববার দ্বিতীয় রাউন্ডে রেনের মাঠে ২-১ গোলে হেরেছিল।

জয়ে ফেরার লক্ষ্যে শুরুতেই বড় ধাক্কা খায় পিএসজি; ১৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। আর ৬৬তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন গত মৌসুমে দলের সেরা গোলদাতা এমবাপে।

ম্যাচের অধিকাংশ সময় প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে অল্প সময়ের মধ্যে দুই গোল পেয়ে যায় শিরোপাধারীরা।

৫০তম মিনিটে কয়েক জন ডিফেন্ডারের মধ্যে দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে দলকে এগিয়ে দেন ক্যামেরুনের ফরোয়ার্ড চুপো-মোটিং। পাঁচ মিনিট পর পাবলো সারাবিয়ার প্রচেষ্টা ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন তুলুজ ডিফেন্ডার মাথিউ।

৬৮তম মিনিটে ডি-বক্সে তুলজের এই খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তবে আনহেল দি মারিয়ার স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৭৫তম মিনিটে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন চুপো-মোটিং। আর ৮৩তম মিনিটে দি মারিয়ার কর্নারে লাফিয়ে নেওয়া হেডে পিএসজির বড় জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পিএসজি। ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে রেন।