‘শ্রীলঙ্কার বিপক্ষে আরও গোল পেতে পারতাম’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2019 07:16 PM BdST Updated: 27 Aug 2019 05:58 PM BdST
-
ফাইল ছবি
ছয় গোলের ব্যবধানে জয়। তারপরও খুব বেশি খুশি নন মোস্তফা আনোয়ার পারভেজ। অনূর্ধ্ব-১৫ দলের কোচকে পোড়াচ্ছে শুরুর দিকে নষ্ট হওয়া গোলের সুযোগগুলো।
ভারতের কল্যাণী স্টেডিয়ামে রোববার ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ৭-১ গোলে জিতে বাংলাদেশ। একাই পাঁচ গোল করেন আল আমিন রহমান। অপর দুই গোলদাতা রাকিবুল ইসলাম ও আল মিরাদ।
শুরু থেকে আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ৩২তম মিনিটে আল আমিন দলকে এনে দেন কাঙ্ক্ষিত গোল। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। আরও ছয় গোল করে বড় জয় তুলে নেয় দল।
জয় নিয়ে সন্তুষ্ট পারভেজ। তবে ম্যাচ শেষে নষ্ট হওয়া গোলের সুযোগগুলো নিয়ে হতাশার কথা জানালেন বাংলাদেশের কোচ।
“দ্বিতীয় ম্যাচ হিসেবে…খেলোয়াড়রা গত মাচের তুলনায় আজ ভালো ব্যবধানে জিতেছে। এটা দলের জন্য ইতিবাচক দিক। ছেলেরা অনেক সুযোগ তৈরি করেছে। সে অনুযায়ী আরও গোল হতে পারত।”
“যে গোলগুলো পায়নি, সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছুটা দুর্বলতা আছে। তারপরও দল যেহেতু বড় ব্যবধানে জিতেছে, ভালো লাগছে।”
ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে প্রতিযোগিতার মুকুট ধরে রাখার মিশন শুরু করেছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচের জয়ে ৬ পয়েন্ট তাদের।
আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও