পার্মাকে হারিয়ে ইউভেন্তুসের শুভসূচনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2019 12:01 AM BdST Updated: 25 Aug 2019 12:19 AM BdST
সেরি আয় টানা নবম শিরোপা জয়ের লক্ষ্যে শুভসূচনা করেছে ইউভেন্তুস। জর্জো কিয়েল্লিনির একমাত্র গোলে পার্মাকে হারিয়েছে তুরিনের দলটি।
ইতালির শীর্ষ লিগের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে শনিবার প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন কিয়েল্লিনি।
ম্যাচের শুরুর দিকে পরপর দুই মিনিটে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। দ্বাদশ মিনিটে কাছ থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর পার্মার একটি প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।
২১তম মিনিটে ইউভেন্তুসের একটি কর্নার পার্মার খেলোয়াড়রা ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান আলেক্স সান্দ্রো। তার জোরালো শটে জটলার মধ্যে থেকে বলে পা লাগিয়ে জালে ঠেলে দেন অভিজ্ঞ ডিফেন্ডার কিয়েল্লিনি।
৩৪তম মিনিটে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন গত আসরের সেরা খেলোয়াড় রোনালদো। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
৬৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক লুইজি সেপে। আট মিনিট পর পর্তুগিজ ফরোয়ার্ডের আরেকটি ভালো প্রচেষ্টা রুখে দেন পার্মা গোলরক্ষক।
বাকি সময়ে আর কেউ তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সফলতম দলটি।
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে