বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে ঢুকলেন গোলরক্ষক হীমেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2019 08:09 PM BdST Updated: 21 Aug 2019 08:20 PM BdST
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কদিন আগে ২৫ জনের প্রাথমিক দল দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিক দলে এবার যোগ হলেন আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হীমেল।
বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।
বাছাইয়ের প্রথম রাউন্ডে লাওসের বিপক্ষে জেতা ম্যাচের দলে থাকা হীমেল শুরুর দিকের প্রাথমিক দলে ছিলেন না। আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো-এই তিন গোলরক্ষকের সঙ্গে প্রাথমিক দলে হীমেলের যোগ দেওয়ার কথা বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায় বাফুফে।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপে পড়েছে আফগানিস্তান, ভারত, ওমান ও বিশ্বকাপের স্বাগতিক কাতার।
দুই লেগ মিলিয়ে লাওসকে ১-০ গোলে হারিয়ে প্রথম রাউন্ড পেরুয় বাংলাদেশ।
আগামী শুক্রবার জেমি ডের অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ১ সেপ্টেম্বর দল রওনা দেবে তাজিকিস্তানের উদ্দেশে।
প্রাথমিক দল: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, মাজহারুল ইসলাম হীমেল, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মনজুরুর রহমান, ইয়াসিন খান, রিয়াদুল হাসান রাফি, নুরুল নাইম ফয়সাল, ইয়াসিন আরাফাত, মাশুক মিয়া জনি, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)