চেলসির মাঠে লেস্টারের ড্র

প্রথমার্ধে উইলফ্রেড এনডিডির ভুলে এগিয়ে গেল চেলসি। বিরতির পর দলকে সমতায় ফেরালেন লেস্টার সিটির মিডফিল্ডার নিজেই। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 05:33 PM
Updated : 18 August 2019, 05:33 PM

রোববার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

সপ্তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে অসতর্ক এনডিডির কাছ থেকে বল কেড়ে নেন ম্যাসন মাউন্ট। দ্রুত ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে চেলসির রক্ষণে চাপ বাড়ায় লেস্টার। ৬৭তম মিনিটে সমতায় ফেরে তারা। কর্নার থেকে হেড করে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এনডিডি। বাকিটা সময়েও দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে অতিথিরা। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় আর গোলের দেখা পায়নি দলটি।

লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ গোলে হেরেছিল চেলসি। আর উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে মৌসুম শুরু করেছিল লেস্টার।

এর আগে শনিবার বার্নলিকে ২-১ গোলে হারায় আর্সেনাল। সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জেতে লিভারপুল। রোমাঞ্চকর লড়াইয়ের পর ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার।