আউবামেয়াংয়ের গোলে আর্সেনালের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2019 07:37 PM BdST Updated: 17 Aug 2019 08:31 PM BdST
আলেকসঁদ লাকাজেত ও পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়েছে আর্সেনাল।
শনিবার স্থানীয় সময় দুপুরে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে উনাই এমেরির দল। প্রথমার্ধে ১-১ গোলে সমতার পর দ্বিতীয়ার্ধে পার্থক্য গড়ে দেন গ্যাবনের ফরোয়ার্ড আউবামেয়াং।
১৩তম মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। লাকাজেতের হেড কর্নারের বিনিময়ে ঠেকিয়েছিলেন গোলরক্ষক নিক পোপ। দানি সেবাইয়োসের নেওয়া কর্নার কিক থেকে ছোট ডি-বক্সের ঠিক বাইরে বল পান লাকাজেত। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দূরুহ কোণ থেকে ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শটে বল গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।
৪৩তম মিনিটে প্রতি আক্রমণ থেকে সমতায় ফেরে অতিথিরা। ডি-বক্সের সামান্য বাইরে থেকে ডুয়াইট ম্যাকনিলের নেওয়া শটে বল সক্রাতিস পাপাস্তাথোপুলসের পায়ে লেগে দিক পালটে চলে যায় অ্যাশলি বার্নসের কাছে। ডান পায়ের শটে বল জালে জড়ান ইংলিশ এই ফরোয়ার্ড।
বিরতির পর প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ালেও পোপের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। ৬৪তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আউবামেয়াং।
গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে ধারে আর্সেনালে যোগ দেওয়া সেবাইয়োস অভিষেক ম্যাচে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ২০০৯ সালের পর এই প্রথম লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতল আর্সেনাল।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট