লা লিগার প্রথম ম্যাচে নেই মেসি

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পুরোপুরি সেরে না ওঠা লিওনেল মেসিকে খেলানোর ঝুঁকি নিতে রাজি নন বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2019, 06:32 PM
Updated : 15 August 2019, 06:33 PM

প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরের আগে অনুশীলনের সময়ে পায়ের পেশিতে চোট পান বার্সেলোনার অধিনায়ক। যুক্তরাষ্ট্র সফরে দলে ছিলেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় বিলবাওয়ের মাঠে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা। ম্যাচের একদিন আগেও পুরো মাত্রায় অনুশীলন করতে পারেননি দলের তারকা ফরোয়ার্ড মেসি। দলের সঙ্গে না থেকে আলাদা অনুশীলন করেন আজেন্টিনার অধিনায়ক।

ক্লাবের সর্বকালের সেরা গোলদাতাকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান ভালভেরদে।

“আমরা কখনও কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আর মেসির মতো কাউকে নিয়ে তো আরও কম ঝুঁকি নিব।”

“সে এখনও দলের সঙ্গে অনুশীলনে ফেরেনি। আর আমরা তার সেরে ওঠার প্রক্রিয়ায় খুশি, ব্যক্তিগতভাবে অনুশীলন করাটা ম্যাচ খেলার চেয়ে অনেকটাই আলাদা। আমরা অপেক্ষা করব এবং দেখব কি ঘটে।”