স্টার্লিংয়ের খেলার প্রশংসায় গুয়ার্দিওলা

লিগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করা রাহিম স্টার্লিংয়ের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। একই সঙ্গে দলীয় পারফরম্যান্সের গুরুত্বও তুলে ধরেছেন এই স্প্যানিশ এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2019, 12:59 PM
Updated : 11 August 2019, 12:59 PM

শনিবার প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলের বড় জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ইংলিশ ফরোয়ার্ড স্টার্লিংয়ের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেন অন্য দুই ফরোয়ার্ড ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও আর্জেন্টিনার সের্হিও আগুয়েরো।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ৫টি গোল করা স্টার্লিং স্ট্রাইকার হিসেবে দারুণ বলে জানান গুয়ার্দিওলা।

“আমি খেলোয়াড়টির বিশেষ দক্ষতা, ধারাবাহিকতা, শারীরিক সক্ষমতা ও ফিনিশিংয়ের ব্যাপারে জানি।”

“ওয়েস্ট হ্যামের বিপক্ষে দ্বিতীয় গোলটির সময়ে নিয়ন্ত্রণ ভালো ছিল না। কিন্তু ফিনিশিং ভালো ছিল। তৃতীয় গোলটা ছিল খুবই ভালো।”

“স্ট্রাইকার হিসেবে সে নিজের শুরুর দিনগুলো কাটাচ্ছে। আমার কাছে স্ট্রাইকারের পজিশনটা তার জন্য দুর্দান্ত। কিন্তু সে আক্রমণভাগের তিনটি পজিশনে খেলতে পারে।”

স্টার্লিংয়ের ভালো খেলার সঙ্গে পুরো দলের পারফরম্যান্স জড়িত বলে মনে করেন গুয়ার্দিওলা।

“প্রথমার্ধে একটা দল হিসেবে আমরা যেমন খেললাম, সেও তাই খেলল। আর তারপর দ্বিতীয়ার্ধে দল যে মানের খেলা খেলল, সেও সেই পর্যায়ে খেলল।”

“তারা অবিশ্বাস্য রকমের প্রতিভাবান সব খেলোয়াড়। কিন্তু তাদের দলের সমর্থন দরকার।”