লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচে নেই নেইমার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2019 10:49 PM BdST Updated: 10 Aug 2019 10:49 PM BdST
লিগ ওয়ানে নতুন মৌসুমে পিএসজির প্রথম ম্যাচের দলে জায়গা পাননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আগের চেয়ে এগিয়েছে বলে জানিয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
সংবাদ মাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় পাড়ি জমাতে পারেন নেইমার। দলের প্রাক-মৌসুম অনুশীলনে এক সপ্তাহ পরে যোগ দেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। প্রাক-মৌসুম কোনো প্রীতি ম্যাচে পিএসজির হয়ে মাঠেও নামেননি ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে প্যারিসে পা রাখা এই ফুটবলার।
রোববার বাংলাদেশ সময় রাত একটায় নিমের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পিএসজি। কোচ টমাস টুখেলের সংবাদ সম্মেলনের আগে লিওনার্দো জানান, ক্লাবের সিদ্ধান্তেই দলে অনুপস্থিত নেইমার।
“সত্যি কথা বলতে, এটা শুধু ট্রান্সফারের গুঞ্জন নয়।”
“আমরা আলোচনা করছি। আর কি ঘটে তা আমরা দেখব। সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা পরিস্থিতি সামলে নেব।”
“আগের চেয়ে আলোচনা আরও এগিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে কোনো চুক্তি হয়েছে। সে থাকবে ও খেলবে নাকি চলে যাবে সেটা পরিষ্কার করা দরকার।”
নেইমার চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি বলে জানান কোচ টুখেল।
“নেইমারের সঙ্গে আমি কথা বলিনি। আমি দলের কোচ। তার সঙ্গে আমি অনুশীলনের ব্যাপারে কথা বলি।”
“তার এখনও কিছুটা চোট আছে। ... এখনও পুরো এক সপ্তাহ হয়নি নেইমার দলের সঙ্গে অনুশীলন করেছে। তাই সে নিমের বিপক্ষে খেলতে পারবে না।”
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং