উয়েফা সুপার কাপে খেলতে পারবেন না আলিসন

ইংলিশ প্রিমিয়ার লিগে নরিচ সিটির বিপক্ষে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চোটে পড়া ব্রাজিলের গোলরক্ষক আলিসন উয়েফা সুপার কাপে চেলসির বিপক্ষে খেলতে পারবেন না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2019, 10:54 AM
Updated : 10 August 2019, 10:54 AM

অ্যানফিল্ডে শুক্রবার লিগের উদ্বোধনী ম্যাচে ৪-১ গোলে জিতে গতবারের রানার্সআপরা। ম্যাচের ৩৯তম মিনিটে পায়ের মাংসপেশির চোটে মাঠ ছাড়েন আলিসন। 
 
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় তুরস্কের ইস্তানবুলে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ী চেলসি ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী লিভারপুল। এই ম্যাচে আলিসন খেলতে পারবেন না বলে জানান লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।
 
“বুধবারের জন্য সে প্রস্তুত হয়ে উঠতে পারবে না।”
 
গত বছরের জুলাইয়ে এএস রোমা থেকে সাড়ে ৭ কোটি ইউরোয় আলিসনকে দলে টানে লিভারপুল। নিজের প্রথম মৌসুমে দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকার দুইয়ে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার মতো সাফল্যে বড় অবদান রাখেন এই গোলরক্ষক। 
 
নরিচের বিপক্ষে ম্যাচে ২৬ বছর বয়সী আলিসনের পরিবর্তে মাঠে নামেন স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান। এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে ওয়েস্ট হ্যাম থেকে তাকে দলে নেয় লিভারপুল।